নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পুর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একই সাথে অনুবাদ ও সম্পাদন করে?
Solution
Correct Answer: Option C
- Compiler, Interpreter ও Assembler হলো অনুবাদক Program.
- কম্পাইলার High level ভাষার Source Code-কে Object Code-এ রূপান্তর করে।
- অন্যদিকে, Interpreter ও Assembler একই কাজ করে।
- তবে পার্থক্য হলো Compiler সমস্ত প্রোগ্রামটি একবারে অনুবাদ করে কিন্তু Interpreter ও Assembler, program এর একেকটি নির্দেশকে অনুবাদ করে পরবর্তী নির্দেশকে গ্রহণ করে।