‘নাথু লা পাস’ কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?

A ভারত - চীন

B ভারত - নেপাল

C ভারত - পাকিস্তান

D ভারত - ভুটান

Solution

Correct Answer: Option A

- নাথুলা পাস ভারত ও চীনের মধ্যে একমাত্র স্থল সীমান্ত পথ।
- ভারত-চীন পথটি হিমালয়ের ১৪,৪২৫ ফুট উচুতে অবস্থিত।
- পথটিতে ভারতের সিকিম রাজ্যের সীমান্তের সঙ্গে চীনের তিব্বতের সীমান্ত মিলেছে।
- ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের সময় ভারতের সাথে চীনের এই বাণিজ্যপথটি বন্ধ হয়ে যায়।
- দীর্ঘ ৪৪ বছর পর ২০০৬ সালের ৮ জুলাই এই সীমান্তপথটি ভারত চীনের সাথে বাণিজ্যের উদ্দেশ্যে খুলে দেয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions