কোন স্বরবর্ণের কোনো কার বা সংক্ষিপ্ত রূপ নেই?
Solution
Correct Answer: Option C
- স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। যেমন: ‘ম’ এর সাথে ‘আ’ এর সংক্ষিপ্ত রূপ ‘“ যুক্ত হয়ে হয় ‘মা’।
- স্বরবর্ণের মোট ১০টি সংক্ষিপ্ত রূপ রয়েছে, এগুলোর নাম কারবর্ণ। যথা: া ,ি, ী, ু ,ূ, ৃ, ,ে ,ৈ -ো, -ৌ। ‘অ' এর কোনো সংক্ষিপ্ত রূপ বা কার নেই।
- ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। বাংলা বর্ণমালায় ‘ফলা’ ৬টি। যথা: য, ব, ম, র, ল ও ন-ফলা। যেমন: হ-এ য-ফলা = হ্য (সহ্য)।