Solution
Correct Answer: Option D
- 'Gloomy' শব্দের বিপরীতার্থক শব্দ হলো cheerful।
- 'Gloomy' অর্থ : বিষণ্ণ, মলিন বা উজ্জ্বলতার অভাব।
-'Cheerful' অর্থ : আনন্দিত, সুখী, বা প্রাণবন্ত।
অন্যদিকে,
A) Proud - গর্বিত হওয়া বা আত্মসম্মান অনুভব করা।
B) Sad - দুঃখিত হওয়া বা বিষণ্ণ হওয়া।
C) Unhappy - অসুখী ।