এক ডজন কমলা ২৪ টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে ?
A ৪৯ টাকা
B ২৮ টাকা
C ৩২ টাকা
D ৩০ টাকা
Solution
Correct Answer: Option D
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২৫ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২৫/১০০
ক্রয়মূল্য ২৪ টাকা হলে বিক্রয়মূল্য (১২৫/১০০)×২৪
=৩০ টাকা