- ২৯ আগস্ট ২০২৩ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির(একনেক) সভায় পটুয়াখালী ইপিজেড প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
- পটুয়াখালী জেলার সদরের আউলিয়াপুর ইউনিয়নের পচাকোড়ালিয়া মৌজায় ৪১৮ একর জায়গার ওপর ইপিজেড নির্মিত হবে ।
- এটির উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ১,৪৪৩ কোটি টাকা।
- বর্তমানে বাংলাদেশে মোট ৯টি ইপিজেড আছে।
- ১৯৯৩ সালে বন্দর নগরী চট্টগ্রামে স্থাপিত হয় দেশের প্রথম ইপিজেড।
- ১২ নভেম্বর ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বেপজার ৩৪তম গভর্নর বোর্ড সভায় নতুন তিনটি ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়,(গাইবান্ধা, যশোর, পটুয়াখালী)।