দেশের নবম ইপিজেড কোন জেলায় স্থাপিত হবে?

A বরগুনা

B রাজবাড়ী

C পটুয়াখালী

D রাজশাহী

Solution

Correct Answer: Option C

- ২৯ আগস্ট ২০২৩ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির(একনেক) সভায় পটুয়াখালী ইপিজেড প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। 
- পটুয়াখালী জেলার সদরের আউলিয়াপুর ইউনিয়নের পচাকোড়ালিয়া মৌজায় ৪১৮ একর জায়গার  ওপর ইপিজেড নির্মিত হবে ।
- এটির উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ১,৪৪৩ কোটি টাকা।
- বর্তমানে বাংলাদেশে মোট ৯টি ইপিজেড আছে।
- ১৯৯৩ সালে বন্দর নগরী চট্টগ্রামে স্থাপিত হয় দেশের প্রথম ইপিজেড।
-  ১২ নভেম্বর ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বেপজার ৩৪তম গভর্নর বোর্ড সভায় নতুন তিনটি ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়,(গাইবান্ধা, যশোর, পটুয়াখালী)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions