Solution
Correct Answer: Option B
- বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার।
- যথা : খাঁটি বাংলা ( ২১ টি ), তৎসম বা সংস্কৃত ( ২০ টি ) ও বিদেশি উপসর্গ ।
- 'অবেলা' শব্দটি খাঁটি বাংলা 'অ' উপসর্গযোগে গঠিত ।
- অবেলা শব্দে 'অ' উপসর্গটি অভাব অর্থে ব্যবহৃত হয়েছে ।
- অন্যদিকে অপমান অ অতিশয় শব্দ দুটি তৎসম 'অপ' ও 'অতি' উপসর্গযোগে গঠিত ।
- আঁকড়া এর স্থলে আকাঁড়া হলে শব্দটি খাঁটি বাংলা 'আ' উপসর্গযোগে গঠিত হতো ।