'পারিবো না' এ কথাটি বলিও না আর,
কেন পারিবে না তাহা ভাবো একবার;
পাঁচজনে পারে যাহা,
তুমিও পারিবে তাহা,
পারো কি না পারো করো যতন আবার
একবার না পারিলে দেখো শতবার।
কালীপ্রসন্ন ঘোষ এর প্রবন্ধঃ প্রভাত-চিন্তা (১৮৭৭), নিভৃত-চিন্তা (১৮৮৩), নারীজাতিবিষয়ক প্রস্তাব (১৮৯৬্ নিশীথ-চিন্তা (১৮৯৬)।
কালীপ্রসন্ন ঘোষ গ্রন্থ ভ্রান্তিবিনোদ (১৮৮১), প্রমোদলহরী (১৮৯৫), ভক্তির জয় (১৮৯৫), মা না মহাশক্তি (১৯০৫), জানকীর অগ্নিপরীক্ষা (১৯০৫), ছায়াদর্শন (১৯০৫), প্রভৃতি।
বাগ্মীতার পুরস্কার হিসেবে ইংরেজ সরকার ‘রায়বাহাদুর’ (১৮৯৭) এবং সিআইই (১৯০৯) উপাধি প্রদান করে। আর বাংলার পণ্ডিতগণ তাঁকে বিদ্যাসাগর উপাধিতে অভিষিক্ত করেন।