মুক্তিযুদ্ধকালীন সরকারের সচিবালয় কোথায় ছিল?

A বৈদ্যনাথতলা

B মেহেরপুর

C থিয়েটার রোড, কলকাতা

D ঢাকা

Solution

Correct Answer: Option C

- ১৯৭০ সালের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় পরিষদের নির্বাচনে বিজয়ী সদস্যগণ ভারতের আগরতলায় একত্র হয়ে একটি সরকার গঠন করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হয়।

- এরই ধারাবাহিকতায় ১০ এপ্রিল, ১৯৭১ সালে মেহেপুরের বৈদ্যনাথতলায় (মুজিবনগর) স্বাধীন বাংলা অস্থায়ী সরকার গঠন করা হয়।

- ১৭ এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। আর মুজিবনগর সরকারের অস্থায়ী সচিবালয় পশ্চিমবঙ্গের কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের ৫৭/৮ বাড়িতে স্থাপন করা হয়।

- পরবর্তীতে এটি ৮ নং থিয়েটার রোডে (বর্তমান নাম শেক্সপিয়র সরণি) স্থানান্তর করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions