দুটি সংখ্যার যোগফল ৮০ এবং বিয়োগফল ৬০ হলে সংখ্যা দুটি কত?
Solution
Correct Answer: Option B
মনে করি,
সংখ্যা দুইটি যথাক্রমে a ও b যেখানে, a > b
প্রশ্নমতে, a + b = ৮০ ......(i)
a - b = ৬০ .......(ii)
(i) + (ii)
⇒ ২a = ২৪০
⇒ a = ৭০
∴ (i)
⇒ ৭০ + b = ৮০
⇒ b = ১০
∴ সংখ্যাদ্বয় ৭০ ও ১০