টেকসই উন্নয়ন অভীষ্ট কবে গৃহিত হয় ?
A ২০২৫ সালের ২৩ স্বেপ্টেম্বর
B ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর
C ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর
D ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর
Solution
Correct Answer: Option C
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অফিসিয়াল নাম হলো Transforming our world.২০৩০ সালের মধ্যে এই লক্ষ্য ও লক্ষ্যমাত্রাগুলি পূরণের অঙ্গিকার নিয়ে জাতিসংঘভুক্ত,১৯৩ টি দেশ Sustainable Development Goals এর এই চুক্তিতে স্বাক্ষর করে।এর চুক্তির বৈশ্বিক লক্ষ ১৭ টি এবং লক্ষমাত্রা ১৬৯ টি ।