Solution
Correct Answer: Option C
- পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর।
- এই মহাসাগরের পশ্চিম প্রান্তে অবস্থিত একটি সামুদ্রিক খাত হলো মারিয়ানা খাদ (Mariana Trench)।
- মারিয়ানা খাদের গভীরতম অংশটির নাম চ্যালেঞ্জার ডিপ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১,০৩৪ মিটার (৩৬,২০০ ফুট) নিচে অবস্থিত।
- গভীরতার এই পরিমাপ মাউন্ট এভারেস্টের উচ্চতার চেয়েও বেশি।
- আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থান হলো পুয়ের্তো রিকো খাত এবং ভারত মহাসাগরের গভীরতম স্থান হলো সুন্দা বা জাভা খাত।