৪ সে.মি. ব্যাসবিশিষ্ট বৃত্ত আঁকালে কেন্দ্র হতে পরিধির দূরত্ব কত হবে?
A ১ সে.মি.
B ২ সে.মি.
C ৪ সে.মি.
D ৮ সে.মি.
Solution
Correct Answer: Option B
যেহেতু বৃত্তের ব্যাস বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। সুতরাং ব্যাসার্ধ হবে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব।
ব্যাসার্ধ= (ব্যাস/২) = (৪/২)= ২সে.মি.