সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলার শাসনকর্তা ছিলেন?
Solution
Correct Answer: Option B
- মুঘল সম্রাট শাহজাহানের চার পুত্র ছিলেন - দারা শিকোহ, শাহ সুজা, আওরঙ্গজেব এবং মুরাদ বখ্শ।
- সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহ সুজা ১৬৩৯ সাল থেকে ১৬৬০ সাল পর্যন্ত দীর্ঘ সময় বাংলার সুবাদার বা শাসনকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
- তাঁর শাসনামলে বাংলায় শান্তি ও সমৃদ্ধি বজায় ছিল এবং তিনি রাজধানী রাজমহলে স্থাপত্য শিল্পের বিকাশে বিশেষ ভূমিকা রাখেন।
- শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারা শিকোহ ছিলেন পাঞ্জাবের এবং কনিষ্ঠ পুত্র মুরাদ বখ্শ ছিলেন গুজরাটের শাসনকর্তা।
- অন্যদিকে, শাহজাহানের তৃতীয় পুত্র আওরঙ্গজেব মূলত দক্ষিণাত্যের শাসনকর্তা ছিলেন এবং পরবর্তীতে তিনি মুঘল সম্রাট হন।