বাংলা সাহিত্যের যুগকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়?
Solution
Correct Answer: Option A
বাংলা ভাষা বা সাহিত্যের যুগকে তিনটি ভাগে ভাগ করা হয়।
যথা:
- প্রাচীন যুগ (৬৫০- ১২০০ খ্রি. পর্যন্ত),
- মধ্যযুগ (১২০১- ১৮০০ খ্রি. পর্যন্ত), এবং
- আধুনিক যুগ (১৮০১- বর্তমান)।
- তবে ১২০১- ১৩৫০ খ্রি. হল অন্ধকার যুগ যেটি মধ্যযুগেরই অন্তর্গত।