Solution
Correct Answer: Option B
কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত প্রথম উপন্যাস 'নন্দিত নরকে'।
তাঁর রচিত আরও কয়েকটি উপন্যাস:
- শঙ্খনীল কারাগার,
- মাতাল হাওয়া,
- দারুচিনি দ্বীপ,
- জোছনা ও জননীর গল্প,
- সৌরভ, দেয়াল,
- অনিল বাগচীর একদিন,
- আগুনের পরশমণি।
জহির রায়হান রচিত উল্লেখযোগ্য উপন্যাস:
- হাজার বছর ধরে,
- আরেক ফাল্গুন,
- বরফ গলা নদী,
- শেষ বিকেলের মেয়ে।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উল্লেখযোগ্য উপন্যাস:
- চোখের বালি,
- নৌকাডুবি,
- যোগাযোগ,
- শেষের কবিতা,
- গোরা।