Solution
Correct Answer: Option D
প্রথম বাংলা পত্রিকা প্রকাশ করেন শ্রীরামপুরের মিশনারিরা। পত্রিকার নাম দিগদর্শন। এটি প্রকাশিত হয় ১৮১৮ সালে আর সম্পাদকের দায়িত্ব পালন করেন জন ক্লার্ক মার্শম্যান। 'কল্লোল' পত্রিকার সম্পাদক দীনেশরঞ্জন দাস। 'সংবাদ প্রভাকর' পত্রিকার সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত। এটি বাংলাভাষার প্রথম সংবাদ প্রত্র।
- পরীক্ষায় সাময়িক পত্র থাকলে বা বাংলা সংবাদ পত্র থাকলে দিগদর্শন হবে। যদি দৈনিক সংবাদপত্র থাকে তাহলে সংবাদ প্রভাকর হবে।