Solution
Correct Answer: Option D
- মুসলিম নারী জাগরণের অগ্রদূত রোকিয়া সাখাওয়াত হোসেন রচিত শ্রেষ্ঠ গ্রন্থ 'অবরোধবাসিনী' ।
- তাঁর রচিত আরেকটি গদ্যগ্রন্থ 'মতিচুর' । তাঁর রচিত উপন্যাস 'পদ্মরাগ' ও 'সুলতানার স্বপ্ন' ।
- পদ্মা নদীর মাঝি (উপন্যাস), ইউসুফ জুলেখা (কাব্য) গ্রন্থের রচয়িতা যথাক্রমে মানিক বন্দ্যোপাধ্যায়, শাহ মুহাম্মদ সগীর ও শওকত ওসমান।]