‘পদ্মাবতী’ কাব্যের লেখক কে?

A দৌলত কাজী

B মুহম্মদ কবীর

C আলাওল

D সাবিরিদ খান

Solution

Correct Answer: Option C

- আলাওল আনুমানিক ১৬০৭ সালে চট্টগ্রামের হাটহাজারি থানার জোবরা গ্রামে মতান্তরে ফরিদপুরের ফতেহাবাদ পরগনায় জন্মগ্রহণ করেন। 
- মাগন ঠাকুরের প্রেরণায় তিনি কাব্য রচনায় মনোনিবেশ করেন। 
তার রচিত কাব্যগ্রন্থগুলি হলো: 
- ‘পদ্মাবতী’,
- ‘সয়ফুলমুলুক-বদিউজ্জামাল’, 
- ‘সিকান্দারনামা’, 
- ‘হপ্তপয়কর’, 
- ‘তোহফা বা তত্ত্বোপদেশ’, 
- ‘রাগতালমালা’ এবং দৌলত কাজীর অসমাপ্ত 
- ‘সতীময়না-লোর-চন্দ্রানী’।

- ‘পদ্মাবতী’ তার প্রথম ও শ্রেষ্ঠ রচনা।
- এটি হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সীর হিন্দিকাব্য ‘পদুমাবৎ’ অবলম্বনে রচিত।

পদ্মা নিয়ে সব একসাথে মনে রাখুন--
- পদ্মাবতী (কাব্য): আলাওল
- পদ্মাবতী (নাটক): মধুসূদন দত্ত
- পদ্মাবতী (সমালোচনামূলক): সৈয়দ আলী আহসান
- পদ্মা নদীর মাঝি (উপন্যাস): মানিক বন্দোপাধ্যায়
- পদ্মা মেঘনা যমুনা (উপন্যাস): আবু জাফর শামসুদ্দীন
- পদ্মাপার (নাটক): জসীম উদদীন
- পদ্মগোখরা (গল্পগ্রন্থ): কাজী নজরুল ইসলাম
- পদ্মরাগ(উপন্যাস): বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions