ব্রহ্মপুত্র নদীর উৎস কোনটি?
A গাঙ্গোত্রী হিমবাহ
B মানস সরোবর
C যমুনা
D বঙ্গোপসাগর
Solution
Correct Answer: Option B
তিব্বতের কৈলাসশৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে পদ্মা বা গঙ্গা নদীর।