পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
A ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর
B আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
C প্রশান্ত ও ভারত মহাসাগর
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option B
পৃথিবীর গভীরতম খাল পানামা খাল। পানামায় অবস্থিত এ খালটি আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।