Two circles of equal radii touch externally at a point P. From a point T on the tangent at P, tangents TQ and TR are drawn to the circles with points of contact Q and R respectively. The relation of TQ and TR is

A TQ < TR

B TQ > TR

C TQ = 2 TR

D TQ = TR

Solution

Correct Answer: Option D

প্রশ্নে বলা হচ্ছে যে, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্থভাবে P বিন্দুতে স্পর্শ করে । একটি বিন্দু T হতে P বিন্দুতে স্পর্শক অঙ্কন করা হলো । এরপর T হতে বৃত্তটির একটি স্পর্শক Q এবং অপর বৃত্তে R স্পর্শক আঁকা হলো । TQ এবং TR এর স্পর্শক কেমন হবে ?

আসুন প্রশ্নানুযায়ী চিত্রাঙ্কন করিঃ 

  

অঙ্কনানুযায়ী, AQ এবং BR লম্ব এবং AB বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের সংযোগপথ । 

এখন আমরা জানি, যেকোন বিন্দু থেকে স্পর্শক বিন্দুগামী দূরত্ব সমান বলে PT = RT  এবং PT = TQ হবে । 

অতএব, TQ = TR . 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions