Solution
Correct Answer: Option D
A) ছন্দের জাদুকর - সত্যেন্দ্রনাথ দত্ত
B) যাযাবর- বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
C) টেকচাঁদ ঠাকুর - প্যারীচাঁদ মিত্র
D) বীরবল - প্রমথ চৌধুরী
- প্রমথ চৌধুরী(১৮৬৮-১৯৪৬) সাহিত্যিক, বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক।
- ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে তাঁর জন্ম।
- পিতা দুর্গাদাস চৌধুরী ছিলেন জমিদার।
- প্রমথ চৌধুরী কলকাতার হেয়ার স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন।
- তারপর প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শনে অনার্সসহ বিএ (১৮৮৯) এবং ইংরেজিতে এমএ (১৮৯০) পাস করেন।