একটি কোণ, তার পূরক কোণ অপেক্ষা ২৪° বেশী হলে, কোণটি হবে?
Solution
Correct Answer: Option A
দুইটি কোণের সমষ্টি ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।
ধরি,
কোণটি x,
∴ তার পূরক কোণ 90° - x
শর্তমতে,
x = 90° - x + 24°
বা, x + x = 114°
বা, 2x = 114°
বা, x = 114°/2
বা, x = 57°