'আফ্রিকার পার্ল' কোন দেশকে বলা হয়?
A উগান্ডা
B দক্ষিণ আফ্রিকা
C কেনিয়া
D মিশর
Solution
Correct Answer: Option A
অফুরন্ত জীববৈচিত্র, অতিপ্রাচুর্য এবং নান্দনিক সৌন্দর্যের জন্য পূর্ব মধ্য আফ্রিকার স্থলবেষ্টিত দেশ উগান্ডার 'পার্ল অব আফ্রিকা' বা 'আফ্রিকার পার্ল' বলা হয়।