'বাংলা একাডেমি' মূল ভবনের প্রাক্তন নাম—
A বর্ধমান হাউজ
B চামেলী হাউজ
C আহসান মঞ্জিল
D শান্তি নিকেতন
Solution
Correct Answer: Option A
- বাংলা একাডেমির মূল ভবনের প্রাক্তন নাম 'বর্ধমান হাউস' ।
- তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর সরকারি বাসভবন বর্ধমান হাউসে এই একাডেমি সদর দপ্তর স্থাপিত হয়।