কোন প্রেসিডেন্টের সময়ে যুক্তরাষ্ট্র প্যারিস চুক্তি থেকে সরে যায়? 

A জো বাইডেন

B বারাক ওবামা 

C বিল ক্লিনটন

D ডোনাল্ড ট্রাম্প

Solution

Correct Answer: Option D

- প্যারিস চুক্তিতে প্রথমবারের মতো বিশ্বের প্রায় সব দেশ গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে একমত হয়।
- ২০১৫ সালের ১২ ডিসেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৯৩টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন প্যারিস চুক্তি করে।
- ২০১৬ সালের ৪ নভেম্বর এই চুক্তি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, শিল্পায়ন-পূর্ববর্তী যুগের পর থেকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে চেষ্টা করবে স্বাক্ষরকারী দেশগুলো।
- চুক্তির আরেকটি লক্ষ্য হলো, গাছ, মাটি ও সমুদ্র যতটা কার্বন শোষণ করতে পারে, ২০৫০ থেকে ২১০০ সালের মধ্যে কৃত্রিমভাবে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ সেই পর্যায়ে (নেট জিরো) নামিয়ে আনতে হবে।
- এ জন্য প্রতিটি দেশ নিজস্ব কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে এবং পাঁচ বছর পরপর তা পর্যালোচনা করবে।
- এ ছাড়া জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে গরিব দেশগুলোকে ধনী দেশগুলো ‘জলবায়ু তহবিল’ দিয়ে সাহায্য করবে।
- ২০২০ সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময়ে যুক্তরাষ্ট্র প্যারিস চুক্তি থেকে সরে যায়।
- ২০২১ সালের জানুয়ারিতেই আবার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রকে এই চুক্তিতে ফিরিয়ে আনেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions