কোন প্রতিষ্ঠান রাসায়নিক অস্ত্র চুক্তির (CWC) অধীনে রাসায়নিক অস্ত্রের ধ্বংসের কাজ তদারকি করে?

A NATO

B OPCW

C WHO

D UNDP

Solution

Correct Answer: Option B

- OPCW হল রাসায়নিক অস্ত্র চুক্তি (CWC) বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক সংস্থা।
- OPCW-এর মূল কাজ হল রাসায়নিক অস্ত্রের ধ্বংস প্রক্রিয়া তদারকি করা এবং নিশ্চিত করা যে সদস্য রাষ্ট্রগুলি চুক্তির শর্তাবলী মেনে চলছে।
- এই সংস্থা ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে, যা তাদের রাসায়নিক অস্ত্র নিরসনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি।
======================

- রাসায়নিক অস্ত্র চুক্তি (Chemical Weapons Convention) একটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি যা উন্নয়ন, উৎপাদন, মজুদ ও ব্যবহার নিষিদ্ধ করা ও এসব ধ্বংস করার ব্যবস্থা রয়েছে।
- ১৯৯৩ সালে রাসায়নিক অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয়।
- এ চুক্তি ১৯৯৭ সাল থেকে কার্যকর করা হয়েছে।

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions