১২০ জন শিক্ষার্থীর মধ্যে ৩০ জন পাস করলে ফেল করা শিক্ষার্থীর হার কত?
Solution
Correct Answer: Option C
১২০ জন ছাত্রের মধ্যে ফেল করে = (১২০ - ৩০) = ৯০ জন
১২০ জন ছাত্রের মধ্যে ফেল করে = ৯০ জন
১ জন ছাত্রের মধ্যে ফেল করে = ৯০/১২০ জন
১০০ জন ছাত্রের মধ্যে ফেল করে = (৯০ × ১০০)/১২০ জন
= ৭৫ জন।