৫৬ ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে-কোনো একটি বাহুর দৈর্ঘ্য কত হবে?
A ৪৬.৬ ফুট
B ৪৮.৬ ফুট
C ৪৯.৬ ফুট
D ৫০ ফুট
Solution
Correct Answer: Option C
বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ = 56/2 ফুট = 28 ফুট
বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, πr2
= π × 28 × 28
= (22/7) × (28 × 28)
= 2464 বর্গফুট
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 2464 বর্গফুট
∴ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = √2464 = 49.63 ফুট