১৯৯৬ সালে গঠিত 'Shanghai Five'-এর অন্তর্ভুক্ত দেশগুলো ছিল _______।
A চীন, জাপান, তাইওয়ান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া
B চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, ভিয়েতনাম
C চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান
D চীন, ইরান, ইরাক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া
Solution
Correct Answer: Option C
- সীমান্ত সমস্যা/বিরোধ নিরসনের লক্ষ্যে ২ এপ্রিল, ১৯৯৬ সালে চীন, কাজাখস্তান, কিরগিজস্থান, রাশিয়া ও তাজিকিস্তান মিলে Shanghai Five প্রতিষ্ঠা করে।
- ১৫ জুন, ২০০১ সালে এটিকে বর্ধিত করে নামকরণ করা হয় Shanghai Cooperation Organization (SCO).
- বর্তমানে এর সদস্য দেশ ১০টি (চীন, রাশিয়া, পাকিস্তান,ভারত, কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান , ইরান ও বেলারুশ)।
- সংস্থাটির সদর দপ্তর চীনের বেইজিংয়ে অবস্থিত।