নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থের উদাহরণ?

A বেনজিন

B টলুইন

C জাইলিন

D রেডিয়াম

Solution

Correct Answer: Option D

- প্রকৃতিতে এমন কিছু পদার্থ আছে যারা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন রশ্মি বিকিরণ করতে পারে।
- স্বতঃস্ফূর্তভাবে রশ্মি বিকিরণের এ ধর্মকে তেজস্ক্রিয়তা এবং উক্ত ধর্মবিশিষ্ট পদার্থগুলোকে তেজস্ক্রিয় পদার্থ বলে।
- ইউরেনিয়াম, থোরিয়াম, পোলোনিয়াম, রেডিয়াম, অ্যাকটিনিয়াম প্রভৃতি তেজস্ক্রিয় পদার্থ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions