‘মম একহাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য’ নজরুলের কোন কবিতার চরণ?
Solution
Correct Answer: Option A
- ‘মম একহাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য’ নজরুলের বিদ্রোহী কবিতার চরণ।
- কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা 'বিদ্রোহী' ১৯২১ সালে 'সাপ্তাহিক বিজলী' পত্রিকায় (২২ ডিসেম্বর, ১৯২১ - জানুয়ারি, ১৯২২) প্রকাশিত হয়।
- এ কবিতার জন্যই তাকে 'বিদ্রোহী কবি' বলা হয়।
- এ কবিতাটির শতবর্ষ উদ্যাপিত হয় ২০২১ সালের ডিসেম্বরে।
- কবিতাটি অসহযোগ আন্দোলনের (১৯২০-২২) প্রেক্ষাপটে লেখা।
- বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় ১৯৭২ সালে।
কাজী নজরুল ইসলামের কবিতা সমূহ:
- প্রলয়োল্লাস,
- বিদ্রোহী,
- রক্তাম্বর-ধারিণী মা,
- মানুষ,
- খেয়াপারের তরণী,
- কুলি-মজুম,
- আগমণী,
- ধূমকেতু ,