Solution
Correct Answer: Option B
- হাতে নগদ, ব্যাংক জমা, দেনাদার, পাওনাদার প্রভৃতি চলতি সম্পদ ও চলতি দায়ের প্রারম্ভিক উদ্বৃত্ত রেওয়ামিলে আসবে না।
- কারণ এগুলো সংশ্লিষ্ট হিসাবের সমাপনী উদ্বৃত্তের সাথে সমন্বিত থাকে।
- রেওয়ামিল, বা "Reconciliation Statement", একটি হিসাব-নিকাশের প্রতিরূপ যা বিভিন্ন হিসাবের মধ্যে পার্থক্য বা অমিল দূর করার জন্য ব্যবহৃত হয়।
- এতে সাধারণত ব্যাংক চার্জ, অনাদায়ী পাওনা, এবং মজুরি অন্তর্ভুক্ত হতে পারে ।
- কারণ এগুলো হিসাবের বিভিন্ন পার্থক্য ও ত্রুটি শনাক্ত করতে সাহায্য করে।