"নগদ আসবাবপত্র ক্রয় ৩০,০০০ টাকা”----- এর জাবেদা কোনটি?
A নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট
B ক্রয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট
C আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
D নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাবে ক্রেডিট
Solution
Correct Answer: Option C
- হিসাব বিজ্ঞানে জাবেদার (Journal) নিয়ম অনুসারে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট ও হ্রাস পেলে ক্রেডিট হয়।
"নগদ আসবাবপত্র ক্রয় ৩০,০০০ টাকা” লেনদেনটির মাধ্যমে-
- আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে এবং নগদ টাকা হ্রাস পেয়েছে।
জাবেদা হবে-
আসবাবপত্র ডেবিট ৩০,০০০
নগদান হিসাব ক্রেডিট ৩০,০০০