Solution
Correct Answer: Option C
- কম্পিউটারে ব্যবহৃত দুটি অঙ্ক হলো ০ এবং ১।
- প্রতীক বা মৌলিক চিহ্ন ব্যবহার করে কোনো সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বা number system বলা হয়।
- যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনার জন্য ২টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয়, সেটিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে।
- বাইনারি পদ্ধতিতে ০ এবং ১ এই দুইটি প্রতীক ব্যবহৃত হয়। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি ২।