‘David Copperfield’ উপন্যাসের প্রধান চরিত্রের নাম কি?
Solution
Correct Answer: Option A
'ডেভিড কপারফিল্ড' উপন্যাসটি হল একটি Bildungsroman বা coming-of-age উপন্যাস, যার অর্থ হল এটি একটি চরিত্রের শৈশব থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত মনস্তাত্ত্বিক ও নৈতিক বৃদ্ধির বিবরণ দেয়। এই উপন্যাসের পুরো কাহিনিটি প্রথম পুরুষে (first person) ডেভিড কপারফিল্ডের নিজের আত্মজীবনীমূলক বিবরণ হিসেবে লেখা হয়েছে।