‘যে অন্য দিকে মন দেয় না’– এর এক কথায় কী হবে?

A অন্যমন

B অনন্যমনা

C অনামনা

D অন্যমনস্ক

Solution

Correct Answer: Option B

- ‘যে অন্য দিকে মন দেয় না’- বাক্য সংকোচনটির সঠিক রূপ হলো অনন্যমনা
- এর অর্থ এমন কেউ, যার মন বা মনোযোগ একমাত্র নির্দিষ্ট কোনো বিষয়েই নিবদ্ধ থাকে।
- অন্যদিকে, ‘যার মন অন্যদিকে’ বা ‘যে অন্য বিষয়ে ভাবছে’- তাকে এক কথায় বলা হয় অন্যমনস্ক

কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- যার অন্য উপায় নেই- অনন্যোপায়
- অন্য গতি নেই যার- অগত্যা
- যার কোনো কিছুতেই ভয় নেই- অকুতোভয়
- যা পূর্বে দেখা যায়নি- অদৃষ্টপূর্ব

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions