৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২ : ১। কমলার রসের পরিমান কত লিটার বৃদ্ধি করলে অনুপাত ১ : ২ হবে?
Solution
Correct Answer: Option C
৬০ লিটার ফলের রসে আমের পরিমাণ = ৬০ এর ২/(২ + ১) লিটার
= ৪০ লিটার
আবার,
৬০ লিটার ফলের রসে কমলার পরিমাণ = ৬০ এর ১/(২ + ১) লিটার
= ২০ লিটার
ধরি,
কমলার রসের পরিমাণ x লিটার বাড়াতে হবে।
∴ ৪০ : (২০ + x) = ১ : ২
বা, ৪০/(২০ + x) = ১/২
বা, ২০ + x = ৮০
বা, x = ৮০ - ২০
∴ x = ৬০
∴ কমলার রসের পরিমাণ ৬০ লিটার বাড়াতে হবে।