মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?

A কবর

B চিঠি

C মুখরা রমণী বশীকরণ

D রক্তাক্ত প্রান্তর

Solution

Correct Answer: Option C

- The Taming of the shrew হল ইংরেজ কবি ও নাট্যকার William Shakespear এর কমেডি নাটক ।
- এই নাটকের প্রধান চরিত্র Catherine একজন কর্কশ স্বভাবের মহিলা।
- তিনি Pitrushio এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 
- Pitrushio কিভাবে এই বদস্বভাবী নারীকে অনুগত ও মিষ্টভাষী নারীতে পরিণত করে তা নাটকের উপজীব্য বিষয়।
- মুখরা রমণী বশীকরণ' নামে মুনীর চৌধুরী নাটকটির বাংলা অনুবাদ করেছেন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions