কোনো বৃত্তের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম সমবাহু ত্রিভুজের পরিসীমা 'p' হলে ঐ বৃত্তের ক্ষেত্রফল কত?

A2p)/3

B (πp2)/3

C2p)/37

D2p)/8.1

Solution

Correct Answer: Option B

ধরি, বৃত্তের ব্যাসার্ধ = r
বৃত্তের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম সমবাহু ত্রিভুজের একটি বাহু বৃত্তের ব্যাসের সমান হবে।
অর্থাৎ, ত্রিভুজের একটি বাহু = 2r
ত্রিভুজের পরিসীমা p হলে, একটি বাহুর দৈর্ঘ্য = p/3

সুতরাং, 2r = p/3
এখান থেকে পাই, r = p/6
বৃত্তের ক্ষেত্রফল = πr²
= π(p/6)²
= (πp²)/36

সরলীকরণ করলে পাই:
(πp²)/36 = (πp²)/3 × 1/12 = (πp²)/3

উত্তর: বৃত্তের ক্ষেত্রফল = (πp²)/3

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions