পারস্যের বর্তমান নাম কী?

A থাইল্যান্ড

B তুরস্ক

C ইরাক

D ইরান

Solution

Correct Answer: Option D

- পারস্যের বর্তমান নাম - ইরান। 
- পারস্যের নামকরণ 'ইরান' করা হয় ২১ মার্চ, ১৯৩৫ সালে।
- পারস্য সভ্যতার ধর্ম ছিলো জরথুস্ত্র।
- জরথুস্ত্রের আর্বিভাব ঘটে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে।
- পারস্যের সাসানীয় রাজবংশের সম্রাট আরদাশিরের সময় জরথুস্ত্র ধর্ম রাজকীয় মর্যাদা লাভ করে।

অন্যদিকে,
শ্যামদেশের বর্তমান নাম - থাইল্যান্ড ।
তুরস্ক এর নতুন নাম - তুর্কিয়ে । 
মেসোপটেমিয়া এর বর্তমান নাম - ইরাক । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions