বাংলাদেশের কয়টি জেলার নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে?

A ৬টি জেলা

B ১১টি জেলা

C ৫টি জেলা

D ৪টি জেলা

Solution

Correct Answer: Option C

নলকূপ আর্সেনিক সমীক্ষা-
প্রকাশ : নভেম্বর ২০২২ ।
প্রকাশক : জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE) ।
সমীক্ষাকাল : ২০২১ সালের মাঝামাঝি-সেপ্টেম্বর ২০২২ 

সমীক্ষা চালানো নলকূপ :
৩,২০০টি ইউনিয়নের ৫৪,৩০, ৮৮০টি । যার ৭,৫৫,৫৪৮ টি
নলকূপে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি আর্সেনিক পাওয়া যায়।
যা দেশের ১৪% নলকূপ ।

সমীক্ষা অনুযায়ী—
• মাত্রাতিরিক্ত আর্সেনিকে শীর্ষ ৫ জেলা > ১. গোপালগঞ্জ
২. চাঁদপুর ৩. কুমিল্লা ৪. সাতক্ষীরা ৫. লক্ষ্মীপুর।

• আর্সেনিকে সর্বনিম্ন ৫ জেলা > ১. দিনাজপুর ২
ময়মনসিংহ ৩. নওগাঁ ৪. নাটোর ও ৫. রংপুর।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions