১৯৩৬ সালে ইতালি কোন দেশ আক্রমণ করলে জার্মানি - ইতালির মধ্যে অক্ষচুক্তি হয়?
Solution
Correct Answer: Option B
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের (১৯৩৯-১৯৪৫) যে সকল দেশ মিত্র শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তাদের সাধারণভাবে অক্ষশক্তি নামে অভিহিত করা হয়।
- অক্ষশক্তির প্রধান তিনটি দেশ ছিল জার্মান, জাপান ও ইতালি।
- এই বিষয়টি সর্বপ্রথম উত্থাপন করেছিল হাঙ্গেরীর ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী গাইওলা গমবোস। কিন্তু ১৯৩৬ খ্রিষ্টাব্দে মিউনিখে জার্মানির সাথে আলোচনায় গিয়ে তাঁর হঠাৎ মৃত্যু হয়।
- পরবর্তী সময়ে হাঙ্গেরিতে ফ্যাসিবাদ বিরোধী শক্তি ক্ষমতায় এলে, হাঙ্গেরি এই ত্রিদেশীয় জোট থেকে সরে আসে।
- এই কারণে, এই জোটে জার্মানি এবং ইতালি স্বাক্ষর করে এবং একটি দ্বিপাক্ষিক অক্ষশক্তি গঠিত হয়।
- ১৯৩৬ ইতালি ইথিওপিয়া আক্রমণ করলে জার্মানি - ইতালির মধ্যে এ চুক্তি সাক্ষরিত হয়।