বাংলা ভাষায় প্রচলিত যতিচিহ্নগুলোর মধ্যে ‘উদ্ধারচিহ্ন’ এর কাজ কী?
A বিস্ময় প্রকাশ
B শব্দসংক্ষেপ
C উদাহরণ উপস্থাপন করা
D উদ্ধৃত করা
Solution
Correct Answer: Option D
- কোনো কিছু উদ্ধৃত করার কাজে বা সংলাপে উদ্ধৃতি চিহ্ন ব্যবহৃত হয়।
- এ চিহ্ন দুই রকম (একক ও দ্বৈত)। যেমন: ‘সিরাজউদ্দৌলা একটি ঐতিহাসিক নাটক। শিক্ষক বললেন, “গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে।”