একটি দ্রব্য ৮০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?

A ১২০

B ১৬০

C ১৫০

D ১৪০

Solution

Correct Answer: Option B

১০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য (১১০/১০০) টাকা
∴ ক্রয়মূল্য ৮০০ টাকা হলে বিক্রয়মূল্য (১১০ × ৮০০)/১০০ টাকা
= ৮৮০ টাকা

ক্রয়মূল্য ১০% কম হলে = ৮০০ - (৮০০ এর ১০%) টাকা
= ৮০০ - (৮০০ × ১০)/১০০
= ৮০০ - ৮০
= ৭২০

∴ মোট লাভ = (৮৮০ - ৭২০) টাকা
= ১৬০ টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions