প্রথম বিমানটি 12 টায় O বিন্দুর উপর দিয়ে উত্তরদিকে যায় । দ্বিতীয় বিমানটি 12 টা 30 মিনিটে O বিন্দুর উপর দিয়ে পুর্বদিকে যায়

∴ ( 2 PM - 12 : 00 PM ) = 2 ঘন্টায় প্রথম বিমানটি OA = 2×500 miles = 1000 miles দূরত্ব অতিক্রম করে ।
( 2 PM - 12 : 30 PM) = 1.5 ঘন্টায় দ্বিতীয় বিমানটি OB = 1.5 × 400 miles = 600 miles দূরত্ব অতিক্রম করে
OA = 1000 miles
OB = 600 miles
OAB তে, AB
2 = OA
2 + OB
2 => AB = √(OA
2 + OB
2)
= {√(1000)
2+(600)
2} miles
= 1166.2 miles = 1200 miles (প্রায়)