Artificial Intelligence (AI) ধারণাটির জনক কে?

A লিড ফরেস্ট

B চার্লস ব্যাবেজ

C জন ম্যাকার্থি

D জেপি ইকার্ট

Solution

Correct Answer: Option C

- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) ধারণাটির জনক হিসেবে জন ম্যাকার্থি (John McCarthy)-কে স্বীকৃতি দেওয়া হয়।
- ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজে আয়োজিত একটি ঐতিহাসিক সম্মেলনে তিনিই সর্বপ্রথম ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ শব্দটি ব্যবহার করেন।
- কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা, যেখানে মানুষের চিন্তাভাবনা ও বুদ্ধিমত্তাকে কৃত্রিম উপায়ে যন্ত্রের মাধ্যমে রূপদান করার চেষ্টা করা হয়।
- যদিও আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ এবং কম্পিউটার বিজ্ঞানের জনক অ্যালান টুরিং, তবে এআই-এর প্রাতিষ্ঠানিক ও তাত্ত্বিক ভিত্তি জন ম্যাকার্থির হাত ধরেই প্রতিষ্ঠিত হয়।
- কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে LISP (List Processing) নামক প্রোগ্রামিং ভাষাটিও জন ম্যাকার্থিরই আবিষ্কার।
- কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য LISP, PROLOG, C/C++, Java, এবং Python-এর মতো প্রোগ্রামিং ভাষাগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions