মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে?
Solution
Correct Answer: Option B
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল।
- এর মধ্যে ১০ নম্বর সেক্টরটি ছিল বিশেষ এক সেক্টর, যা মূলত নৌ-কমান্ডোদের নিয়ে গঠিত হয়।
- এই সেক্টরের অধীনে ছিল অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল এবং চট্টগ্রাম ও চালনা বন্দর।
- এই সেক্টরে কোনো নির্দিষ্ট সেক্টর কমান্ডার ছিল না; নৌ-কমান্ডোরা যখন যে সেক্টরে বা এলাকায় অভিযান চালাতেন, তখন সেই সেক্টর কমান্ডারের অধীনে থাকতেন।
- তবে নৌ-কমান্ডোদের সার্বিক নিয়ন্ত্রণ ও নির্দেশনার দায়িত্বে ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম. এ. জি. ওসমানী।
- ফ্রান্সের তুলন বন্দর থেকে পালিয়ে আসা ৮ জন বাঙালি সাবমেরিনার সহ মোট ৫১৫ জন নৌ-সদস্য নিয়ে এই দুর্ধর্ষ নৌ-কমান্ডো বাহিনী গড়ে তোলা হয়, যাদের প্রথম অপারেশন ছিল বিখ্যাত 'অপারেশন জ্যাকপট'।