Solution
Correct Answer: Option B
- 'শাহনামা' মহাকাব্যটি ফারসি ভাষায় রচিত হয়েছে।
- এই মহাকাব্যের রচয়িতা হলেন বিশ্ববিখ্যাত কবি ফেরদৌসী।
- গজনির সুলতান মাহমুদের সভাকবি থাকাকালীন ফেরদৌসী এই কালজয়ী গ্রন্থটি রচনা করেন।
- এটি ইরানের জাতীয় মহাকাব্য হিসেবেও স্বীকৃত।
- মহাকাব্যটিতে প্রায় ষাট হাজার শ্লোক রয়েছে যা পারস্যের ইতিহাস ও ঐতিহ্য বর্ণনা করে।
- সোহরাব ও রুস্তমের করুণ ট্রাজেডি কাহিনী শাহনামার অন্যতম প্রধান আকর্ষণ।